শুনি's image
0216

শুনি

ShareBookmarks

শুনি’ সংবাদ নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়, -
চাহিলেন ডাকি’ উপাধি-ভূষণে ভূষিত করিতে তায়। 
নিষেধ করিল বিনয়ে যুবক জুড়িয়া যুগল পাণি- 
পরের দানেতে আমরা পালিত পতিত অগ্রদানী। 
আমরা নিলাম সমাজের দান, জানি তা সবার আগে
সার্থক হবে- আজি যদি তাহা ভূখারীর কাজে লাগে। 
আসল হইতে নামিয়া তখন কোলাকুলি করি’ রাজা,
বলেন, ‘জীবন ধন্য আমার --- সার্থক তুমি প্রজা। 
চৌদ্দ পুরুষ আগে দান লয়ে পতিত যদিই হ’লে
ব্রাহ্মণ চেয়ে ব্রাহ্মণ তুমি আজি এ দানের ফলে। 
আজ হতে তুমি দানীর অগ্র, নহ হে অগ্রদানী- 
কপিলের শাপ ঘুচাইলে তুমি প্রেমের বন্যা আনি’।
 

Read More! Learn More!

Sootradhar