বালক's image
0169

বালক

ShareBookmarks

বালক বিকালে চেয়ে চেয়ে দেখে সুনীল আকাশখান,
দেখে সে কেমন মূমূর্ষু রবি করে হিরণ্য দান।
সন্ধ্যায় দেখে ধনী সুধাকর রজতে ডুবায় ধরা,
দেখে নীরদের দানসাগরেতে কতই বিনয় ভরা।
দেখিয়া দেখিয়া কী এক ব্যথায়, ভরে উঠে তার বুক,
ভাবে মনে মনে নওয়া চেয়ে হায় দেওয়ায় বৃহৎ সুখ।
বহুদিন পর কৃপণ জনক মরণ আগত স্মরি,---
শিয়রে কাছে ডাকিয়া তনয়ে বলিল সোহাগ করি,
সত্যই বাছা দানে বহুসুখ--- তবে করে আজি তাই-
যুগ সঞ্চিত বিপুল অর্থ আজ আমি দিয়ে যাই।
এত কৃপণতা এত হে কষ্ট সকলি সফল লাগে-
তব চাঁদ মুখ হয় নাকো ম্লান যেন দারিদ্র্য-দাগে।

 

Read More! Learn More!

Sootradhar