হরিণাবৈরী's image
0768

হরিণাবৈরী

ShareBookmarks

হরিণাবৈরী

অঘোর গৈরী পথ বৈরাগিনী
পথ না আগুন নদী ক্রূর-গামিনী
পোড়ে চুল জ্বলে ত্বক
নাঙা পদ ধক্ ধক্
জানে না সে ঘোরে ক্রোধ লোভী কামিনী
শাঁখিনী হাকিনী ধায় খরডাকিনী
কোথা রে হরিণ তুই চিন্তামণি?
বৈরী আপনা মাসে তোর হরিণী!

হরিণী জানে না ঘর, কোথা রে হরিণ?
একতারা হয়ে যায় তার ছিঁড়ে বীণ্

শিখা খায় লক্ লক্
আগুনে আহুতি হোক
চোখ নাক স্তন ত্বক মাংসের ঋণ
বৈরী আপনা মাসে হরিণা অচিন্

একেলা নিলয় খোঁজে কোথা রে হরিণ?

Read More! Learn More!

Sootradhar