দেহ's image
0270

দেহ

ShareBookmarks

দেহ

কি চাও, দেখনা ওই দাঁড়ায়েছে ইন্দ্রজালিকা
মাত্র ওই দেহ আছে, জাদুযষ্ঠি, কল্পগাছ-দেহ
তবুও যষ্ঠির জাদু ভেদ করে উঠে আসে ক্রমে
কাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত নয়, এমন যদৃচ্ছা যাবতীয়।
কি নেবে দেহের থেকে? মাংস মেদ বসা?
প্রাগৈতিহাসিক অগ্নি? পোড়া মাংসের ঘ্রাণ, রক্ত- পানীয়
নখ দাঁত চুল কিংবা অন্নপাত্র দিব্য করোটি?
অথবা কি নিষ্কাশন করে নেবে প্রতিভা ও মেশিনের মিশ্র কুশলতা?
অথবা জাদুর টুপি যেভাবে ওড়ায় লক্ষ কুন্দ পায়রা
সেভাবে দেহের থেকে চাড় দিয়ে ক্রমাগত খুলে নেবে শিশু!

যা চাও, তা পাবে তুমি, কটিতে দু'হাত রেখে
দু-ঊরু তফাৎ করে দাঁড়ায়েছে তীব্র ভানুমতী
ইচ্ছা হলে, দেহ থেকে ফোটাবে সে যথেচ্ছ বিদেহ
যষ্ঠির হেলনে তার করতলে মুদ্রা হবে, মাছ পদ্ম বরাহ হরিণ
চরণ ফোটাবে ছন্দ; তুলির মুখের থেকে ছুটে যাবে সাঙ্কেতিক গুহাচিত্ররেখা
তবু তার শ্রেষ্ঠ খেলা, শেষ খেলা, যতক্ষণ থেকে যাবে দেহ
তোমাকে সমস্ত দিয়ে সঙ্গোপনে রেখে দেওয়া
একতিল ফিরোজা সন্দেহ।

Read More! Learn More!

Sootradhar