প্রতিবিম্বের স্বাধীনতা's image
403K

প্রতিবিম্বের স্বাধীনতা

কাঁচ ভেঙে টুকরো হলে, আসন্ন বিপদ যায় চলে,

এমন কথা তো শুনেছি, লোকে হামেশাই বলে।

ভূমিকম্প হোক বা না হোক, আয়না পড়ে গেলে,

যদি হয় টুকরো খান খান, অনেক প্রতিবিম্ব মেলে।

হৃদয় ভেঙে গেলে হয়তো সাময়িক কিছুটা কষ্ট হয়,

তাতে রক্তাক্ত হতে হলেও কিছু না কিছু শেখা যায়।

অন্য মানুষ চেনার সাথে সাথেই ‌নিজেকেও চেনা হয়,

অবলম্বন ছাড়াই একা একা থাকা সহনীয় হয়ে যায়।

আয়না কিন্তু কিছুটা সত্যি বলে, তবে পুরোপুরি নয় !

নিজের প্রতিবিম্বকে সকলেই ভালোবাসে মনে হয়।

মন দিয়ে দেখতে হলে, প্রতি প্রতিবিম্বতে দেখত

Read More! Earn More! Learn More!