নারকোল মামী's image
346K

নারকোল মামী

আমার মায়ের শুকাদার বৌ তুমি, পাড়াতুতো বৌদি,

দিম্মার ডাকে, তোমার প্রথম সন্তান,"হারাধনের মা" ।

পাড়ার লোকে ছোটো ছেলে "অজয়ের মা" বলে না,

মেজো ছেলে "কানাই দাদা"র মা বলেও ডাকে কেউ,

তোমার একমাত্র কন্যা কনক, "কনর মা" তুমি তাই।

এসব জেনেছি আমি অনেক পরে, বড়ই ধীরে ধীরে,

ছোটোবেলায় তোমাকে দেখার কথা বেশ মনে পড়ে।

অজয় তখন খুব ছোট্টো, আমার বয়েসটা মনে নেই,

মায়ের আঁচল ধরে তোমাদের বাড়ি বেড়াতে যাই।

মামার বাড়ি যাবার পথে বাসে টফি কিনে বেশ খাই !

দেখি চেয়ে চেয়ে নারকোলের টুকরো ফেরি করা হয়,

আমি চাইলেই শুনি, "বাইরের কাটা ফল খেতে নেই"।

বাড়িতে নারকোল ফাটালেই প্র

Read More! Earn More! Learn More!