মান's image

শোলা কচু ছিল প্রচুর, দিম্মার ঐ পগার পারে,

সদাই ছড়াতো ওরা সবুজ আলো কুয়োর ধারে।

ছিল গোবোরের টাল আর হলুদ খেতের ধারে____

কিছু দশাশই মানকচু, সম্মান ওরা পেতেই পারে।


তাই কচুর ভালনা, কচুশাক হতো মাঝে মাঝেই,

আর মানকচুর বড়া, কিংবা বাটার তো তুলনা নেই !

অমৃত যেন, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, আর___

সর্ষের সাথে একটুখানি নারকোল বেটে নিলেই ।


কচু থেতো করা ! জানা কথা, আছে মালতী দিদি,

হাসিমুখে কাজ করে যায়, হয়না কখনও জ্বর-সর্দি।

আর মায়ের সংসারে এসব কাজে মা একাই একশো,

আমি খাই-দাই,করি টুকটাক কাজ, একদম ফর শো।


বিয়ের পরে শিখে নিয়েছি কাজ মোটামুটি চলনসই,

এক বৌ এনে দিত মোচা, থোর, আর যা খুঁজে পায়।

একবার বেশ মোটাসোট

Read More! Earn More! Learn More!