মা মরা সাজে's image
345K

মা মরা সাজে

করাতের মতো ধারালো দাঁত দিয়ে ওরা কাঠ চাঁছে,

কোথাও বা খুঁটে খুঁটে পাটকাঠির টুকরো জমায়।

নিজের লালা মিশিয়ে পাকায় বেশ বড় এক গোল্লা,

অতি যত্নে বুকে করে বয়ে নিয়ে গিয়ে বাসা বানায়।

উল্টো ছাতার মতো কভারের তলে ছয়কোনা খোপ,

এক দেয়ালে কাজ চলে দুই খোপের, ঘর গোল নয়।

এই টেকনোলজিতে জায়গার অপচয় নয়,হয় সাশ্রয়!

পেষ্ট বোর্ডের মতো কভারটি বোধহয় ওয়াটারপ্রুফ,

শক্ত পোক্ত বোঁটায় আটকানো থাকে ওদের রুফ।

নজর তীক্ষ্ম, রোদে , জলে শিশুরা যেন কষ্ট না পায় !

কাগজশিল্প নিশ্চিত চালু ছিল ভীমরুলদের দুনিয়ায়,

ভীমরুল বা বোলতা মায়েরা তাদের ছানাদের তরে,

অতি যত্নে এমন শক্তপোক্ত টেঁকসই বাসা বানায়।

কচি,নরম সবুজ শুঁয়োপোকা ধরে ছানাকে খাওয়ায়,

ওদের ছানাপোনা বিশ্বাসে বাঁচে, শুধু মায়ের ভরসায়।

<
Read More! Earn More! Learn More!