
আমি একটু হালকা রঙের উজ্জ্বল শ্যামকান্তি,
আমার পরিবারে সদা বিরাজমান অপার শান্তি।
আছে প্রায় গন্ডা দুই খোকা খুকু আর তাদের মাতা,
গৃহিণী আমার বেশ শান্ত শিষ্ট, শুধু একটু গরম মাথা।
রঙটি তাহার কুচকুচে কালো, অতি মনোহর সুন্দরী,
আমার ওপর তার বড়ই ভক্তি, ভালোবাসেন ভারি !
সংসারের খেয়াল উনিই রাখেন,শিশুদের দেখাশোনা,
কালো বৌ আমার বড়ই ভালো, একদম সোনামনা !
ঝুপড়িতে শুধু যে থাকতে দেয় আমাদের তাই নয়, দেয় গরম ভাতের সাথে ফ্যান ও সবজির খোসা !
মানুষের কাছে পাওয়া, আমাদের পরম ভালোবাসা।
তাই ঝুপড়ির ঐ হারু, মুংলি আর ওদের মা ও বাবা,
সকলে মিলে এক বৃহৎ পরিবার, এই তো বুঝি আমি,
আমার নাকি চোখে ঠুলি আঁটা, আমি বোকা হাবা।
আসলে কালো বৌ এসব বলে মন খারাপ হয় বলেই,
বোঝে সে, ছানারা কোথায় যায় একটু বড় হলেই !
আমার পরিবারে সদা বিরাজমান অপার শান্তি।
আছে প্রায় গন্ডা দুই খোকা খুকু আর তাদের মাতা,
গৃহিণী আমার বেশ শান্ত শিষ্ট, শুধু একটু গরম মাথা।
রঙটি তাহার কুচকুচে কালো, অতি মনোহর সুন্দরী,
আমার ওপর তার বড়ই ভক্তি, ভালোবাসেন ভারি !
সংসারের খেয়াল উনিই রাখেন,শিশুদের দেখাশোনা,
কালো বৌ আমার বড়ই ভালো, একদম সোনামনা !
ঝুপড়িতে শুধু যে থাকতে দেয় আমাদের তাই নয়, দেয় গরম ভাতের সাথে ফ্যান ও সবজির খোসা !
মানুষের কাছে পাওয়া, আমাদের পরম ভালোবাসা।
তাই ঝুপড়ির ঐ হারু, মুংলি আর ওদের মা ও বাবা,
সকলে মিলে এক বৃহৎ পরিবার, এই তো বুঝি আমি,
আমার নাকি চোখে ঠুলি আঁটা, আমি বোকা হাবা।
আসলে কালো বৌ এসব বলে মন খারাপ হয় বলেই,
বোঝে সে, ছানারা কোথায় যায় একটু বড় হলেই !
Read More! Earn More! Learn More!