ঘ্যাঁক's image

কলকাতার বাস ? উরি বাবা ! পেন্নাম হই !

নামতে পারলে বাঁচি, উঠতে কি আর চাই ?

ঠেকায় পড়লে উঠতেই হয়, যখন থাকেনা উপায়।

আগে ছিল ঠেলাঠেলি ভিড়, এখন ততটা নয়,

কিন্তু তাতে ড্রাইভার দাদাদের কি এলো গেলো !

তাদের তো অতি ঘন ঘন ঘ্যাঁক করে ব্রেক কষা চাই।

আর কন্ডাক্টার ভাইদের তাড়া আরো অনেক বেশি,

ওদের কাজ যেন শুধু টিংটং করে ঘন্টা নাড়াটাই !

যাত্রী ঠিকঠাক উঠতে পারলো কি না, হয়তো ঝুলছে,

নামতে গিয়ে মাটিতে পা রাখতে পারলো কি না ____

সে সব দেখার মতো সময় কি আর

Read More! Earn More! Learn More!