চুপ করে রই's image
418K

চুপ করে রই

মাঝে মাঝে ভুলে যাই, কারো কারো মেধা‌ বেশি,

আমার কথায় তাই তাদের, অযথাই আসে হাসি।

মানছি, আমার চিন্তা চলে তাদের চেয়ে একটু ধীরে,

তবে বুঝতে পেরে যাই‌ ঠিক সেটা, ঘন্টা‌ তিনেক পরে।

হয়তো তা সামান্য কথা, অথবা কোনো রসিকতা !

বুঝতে দেরি করে ফেলে, আমার সামান্য এই মাথা।


হয়তো এই কারনেই ওরা, নাম দিয়েছিল টিউবলাইট,

"

Read More! Earn More! Learn More!