আরাম কেদারা's image
101K

আরাম কেদারা

আমি যাযাবর নই, কালচে রঙা কাঠের ইজি-চেয়ার,

আরাম-কেদারাও বলতো কেউ কেউ, এখন অবসর।

বাগান, বারান্দায় নয়, আপাতত ঠিকানা, ভাড়ার ঘর,

সোফা-কৌচেরা থাকে ড্রয়িং রুমে, আমি এখন পর !

ক্যানভাসটা এখনও ছেঁড়েনি এতটুকু, হয়েছে মলিন,

আশায় থাকে,ভাবে, আসবে কি আর কখনও সুদিন !

মালিকের দাদুর পুরোপুরি দখল ছিল আমার ওপর,

গভীর রাত ছাড়া, ফাঁকা থাকার জো ছিলনা আমার,

ফাঁকতালে চলতো হুটোপুটি, বাবুর নাতি-নাতনিদের,

খেলার সামগ্ৰী যেন, বড় তীক্ষ্ম ছিল যে ওদের নজর।

খবরের কাগজ হোক, কিংবা মোটাসোটা

Read More! Earn More! Learn More!