
শুনেছি মানুষ মারা গেলে, তারপর নাকি তারা হয়,
পড়ে, জেনে কিছু মানুষকে তো তারাই মনে হয়।
পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন ভালো করেই,
"সন্ন্যাসী" কথাটার মানে যে, মোটেই ভিখারী নয়।
তেমন সন্ন্যাসীর চোখে মুখে জ্যোতি দেখা যায়,
বোধ হয় তাঁদের আচরণেও তা প্রকাশ পায়।
জাত পাত নিয়ে কৌতুহল মেটাতে সেই ছোট্টো বিলে,
রাগী বাবার হুঁকো, চেখে দেখেছেন ছোটোবেলায়,
মন শান্ত হতো শিব শিব বলে জল ঢাললে মাথায়।
রান্না নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান,
তাই তো নিজে না খেলেও রেঁ
Read More! Earn More! Learn More!