উড়ো খবর's image
আমার যদি থাকতো একটা নিজস্ব জিনি,
আলাদীনের সেই প্রদীপ, আমি তাকে নাই বা চিনি।
অ আ ক খ এসব অক্ষর পড়তে তখনো শিখিনি,
অথচ শুনে ফেলেছি, আরব্য রজনীর কিছু কাহিনী।
গুঁড়ো গুঁড়ো নানান রকম আকৃতির ছবি সাজানো,
ফুরফুরে পাতলা, নিশ্চয়ই তা যায় আকাশে ওড়ানো !
কালিম যদি আকাশে উড়তে পারে, এটা নয় কেন ?
মানুষের কোলে উঠে সত্যিই একটুও মজা নেই,
পাখির কিংবা পরীদের মতো ওদের তো ডানা নেই!
বাবা যদিও দেয় মাঝে মাঝে একটু আকাশে ছুঁড়ে,
কেন যেন আবার নেমে আসতে হয় বাবার কোলেই!
গাছ থেকে ফুল, ফল, পাতা যেমন নিচে পড়ে যায়,
তেমন আমিও ওপর থেকে নিচেই পড়ি সবসময়।
কিন্তু কেন? কেন? কেন? এই প্রশ্নটা হয় মনে উদয়,
তখন কি আর জানি মাধ্যাকর্ষণ, নিউটন
Read More! Earn More! Learn More!