
আমি চাই মনটা তোমার সদাই খুব ভালো থাক,
গভীর রাতে কখনও শোনো যদি শেয়ালের ডাক,
মনে জেনো, এতে নেই একটুও কিছু ভয়,
বেশী রাতেই তো ওদের মিটিংয়ের সময়।
ভুত, প্রেত, দত্যি, দানো করবে তোমার কি ?
আমরা তো ছোটো থেকেই চোদ্দ শাক খেয়েছি !
আকাশে জ্বলছে দেখো ঐ দ্বাদশীর চাঁদ,
এ ভূবনে পাতা আছে নানা সৌন্দর্যের ফাঁদ।
ভালো না লেগে, মুগ্ধ না হয়ে কি পারা যায় !
চাঁদ দেখতে গিয়ে যদি দেখে নাও ধুতরার ফুল,
রাতে ফোঁটা ধুতরা তোমার মন করবেই আকুল !
বুঝবে তখন কেন, এ ফুল পছন্দ আশুতোষ এর,
আকার, আকৃতি, সুগন্ধ কিছু কম নেই এ ফুলের । আগের মতোই সমাজে করা হয় সম্ভ্রান্তদের কদর,
টাকা, পয়সা, গাড়ি, বাড়ি, স্ট্যাটাস আছে যাদের।
ঘেঁটু, ধুতরো, এরা বাড়ায়না তো শোভা বাগানের,
এই প্রকৃতির বুকে সকলেই নিজের মতো সুন্দর ।
শিব ঠাকুরের নেই জাত, বংশপরিচয় কোনো কুলের,