রিয়া ই সেরা's image
141K

রিয়া ই সেরা

ও, রিয়া! আই লাভ ইউ ভেরি মাচ্,
হোয়েন ইউ স্টে উইথ মী, ইন মাই টাচ্ ।
মেঘলা আকাশের দিনে তোমার সঙ্গ চাই,
ভুলিনা তোমাকে আমি ভ্যাপসা গরমেও ।
ভুলে গেছি সেই দিনটা, কবে যে করেছিলে মন জয়,
তুমি যে সাথী আমার, অনেকটা ধৃতরাষ্ট্রের সন্জয় ।
এখানে ওখানে তেমন আজ তেমন তোমার সঙ্গ পাই,
জেনে রাখো চিতায় আমার চন্দন কাঠ দরকার নেই।
খুশি হবো শেষদিনে আমি সাথে তোমাকে পেলেই !
নতুন কোনো গন্ধ আমি জীবনে আর পেতে চাই না,
সারা বিশ্ব ভরা নাম ডাক ছড়ানো কোম্পানীও আর,
আমার কাছে তোমার মতো পুরোনো হতে পারবেনা।
ইউ আর মাই ফেভারিট, ইউ আর দ্য ওনলি ওয়ান,
ইউ আর দ্যাট ওল্ড ট্রেজার, সুবাস ছড়াও ফাইন।
তাই তো সুগন্ধকে সারা
Read More! Earn More! Learn More!