হঠাৎ করেই যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়,
কিছুতেই আর ঘুম না আসে চোখের পাতায় ?
কে না জানে,যে রাত জাগলে শরীর খারাপ হয়ে যায়!
নরওয়ের হেনরিক যোয়ান ইবসেনের চিন্তা মাথায়,
ঘুরে ঘুরে কেন যেন অযথা ঘিলু কুড়ে কুড়ে খায় !
একটু যশ প্রতিষ্ঠার জন্য মানুষ কিভাবে খেটে যায়,
সারাজীবন ধরে ঘুরে বেড়ায় প্রায় অর্দ্ধেক দুনিয়ায়।
বার্গেনের বেহালা বাদক ওলবুলের সাথে বন্ধুত্ব হয়,
পেশাদার রঙ্গমঞ্চের সাথে এভাবেই হয় তাঁর পরিচয়।
পাঁচ বছর বার্গেনে কাজ করে হয় অভিজ্ঞতা অর্জন,
এবারে ইবসেন, সুসলা থোরমেনকে বিবাহ করেন।
একসময় তাঁরা দুজনেই ক্রিস্টিয়ানায় ফিরে আসেন।
নাটকের মঞ্চে এবারে তাঁর রচনা "লাভার'স কমেডি",
শিল্পী মহলে প্রচুর সাড়া জাগালেও মেলেনি খ্যাতি !
হতাশ হয়ে তাই নরওয়ে থেকে নেন স্বেচ্ছা নির্বাসন,
এরপর কিছু বছর তিনি ইটালীর অধিবাসী হন।
এখানে ধর্মজাযকের বিয়োগান্তক কাহিনী "ব্র্যান্ড"
রচনা করে তিনি সেখানকার সমাজে সাড়া জাগান।
স্ক্যান্ডিনেভিয়ায় এই নাটকটি দারুণভাবে সফল হয়!
এর দুবছর পর "পিয়ার গিন্ট" নাটকটি মঞ্চে আনেন।
Read More! Earn More! Learn More!