প্রেম রতন ধন's image
102K

প্রেম রতন ধন

প্রেমের প্রথম শর্ত ই হলো ধন। ধন সম্পত্তি না থাকলে, সংসারে অভাব এর অনুপ্রবেশ ঘটলে প্রেম যে জানালা গলে পালিয়ে যায় তা তো শুনেছি সেই ছোটোবেলার ছড়ায়।

"আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেবো মেপে,
ধানের মধ্যে পোকা, জামাইবাবু বোকা।
.............................
জানালা দিয়ে দিদি পালাবে, বুঝতে পারবে না"

এখানে বোধ হয় টাকা পয়সা রোজগারের কথা বলেই জামাইবাবু কে সতর্ক করা হয়। বোকা হয়ে থাকলে চলবে না। নিজের উন্নতির জন্যে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
অর্থাৎ প্রেমের দ্বিতীয় শর্ত হলো বুদ্ধি।
বোকা প্রেমিকা বা প্রেমিককে করুণা করা চলে ভালোবাসা যায় না।

আর প্রেমের তৃতীয় শর্ত হলো ইগো বা অহম্। এটা বেশি পরিমাণে থাকলে প্রেম মনে মনে থাকলেও তা প্রকাশ করা কঠিন হয়ে পড়বে। কাজে কাজেই ঐ বেটা ইগো টাকে লালন পালন করে বড় না করে প্রথম থেকেই ভালোবাসার খাতিরে তা ত্যাগ করতে হবে।

এবারে একবার প্রেম রতন ধন পাওয়ার পর যা দরকার তা হলো অবস্থান ও সংযোগ। মানে অনেকটা যেন কাঁচির মতন। কাঁচির দুটো অংশ দুরকম। জা
Read More! Earn More! Learn More!