
প্রভু ও ভৃত্যের মধ্যে ভক্তি থাকতে পারে,
থাকতেই পারে ভালোবাসা বা মনের টান।
একে অন্যের জন্যে হতেও পারে মন উচাটন,
প্রভুর তরে কখনও ভৃত্য দিতেও পারে প্রাণ।
কিন্তু প্রভু ও ভৃত্যের মধ্যে প্রেমও কি হয় ?
তার আগে বোঝা চাই, প্রেম আসলে কারে কয়!
বিবেকানন্দ বলেছেন জীবে প্রেমের কথা,
কাউকেই যেন মানুষ কখনও না দেয় ব্যাথা ।
কিন্তু সেটা তো একেবারেই সম্ভব নয়,
জগদীশচন্দ্র বসুর মতে গাছেরও প্রান হয়।
কিছু খেতে গেলে গাছকে ব্যাথা দিতেই হয়।
সবজির মনলোভা রঙ দেখে যে আমরা মোহিত হই,
মুখে বলি ভালোবাসি, শেষে রান্না করে খেয়ে নিই !
আর কথাটা যদি হয় শুধুই মা
Read More! Earn More! Learn More!