ল্যাম্পপোষ্টের আলো's image
347K

ল্যাম্পপোষ্টের আলো

কাল রাতে জাগতে হয়েছে, একটুও ঘুমোতে পারিনি।
সারাটা রাত ব্যাঙের ডাক শুনেই কেটে গেছে।
এখন বিকেল প্রায় ছটা,আরও ঘুমোতে ইচ্ছে করছে।
কিন্তু সব কিছুরই তো একটা মাপ আছে।
রাত দুটো নাগাদ গন্ডগোলের শুরু হয়েছে,
তবু সকালেই ইলেক্ট্রিক সাপ্লাইয়ের লোকেরা এসেছে।
রাস্তার পোলের বক্স থেকে হলুদ ঠোঁটের গাঙশালিক, 
আর কাঠবেড়ালির বাসার কাঠি, পাতা সাফ করেছে‌, আর কারেন্ট আসার লাইনটা ঠিক করেছে।
কিন্তু দুপুরে হিটারে, প্রেশারকুকারে ভাত বসাতে গিয়ে সুইচ অফ অবস্থায় দুবার হাতে শক লেগেছে।
টেস্টারে পরীক্ষা করার পর দেখা গেল,
বাড়ির সব পয়েন্টেই টেস্টার আলো দেখাচ্ছে!
প্রেশার কুকারের হ্যান্ডেলেও কারেন্ট এসে গেছে।
আগেও প্রথমে একবার এমন হয়েছিলো,
অফ অবস্থায় প্রতি প্লাগ পয়েন্টে কারেন্ট ছিলো, 
কথাটা এবার হঠাৎ করেই মনে পড়ে গেল।
Read More! Earn More! Learn More!