লেসিয়া's image
সে যুগের বক্সারদের কথা ভাবলেই মনে পড়ে যায় , 
গ্যারি কসপারভ, মাইক টাইসন, ক্লিচকো ব্রাদারস।
ভ্লাদিমির ক্লিচকো আর ভিতালি ক্লিচকো দুই ভাই,
দুজনের কেউ নিজেদের বিরুদ্ধে করেননি লড়াই ।
অথচ বক্সিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু দুজনেই !
ভিতালি এখন ইউক্রেনের কিভ শহরের মেয়র,
শহরের বহু মানুষের জান, মালের দায়িত্ব এখন তাঁর,
কি করবেন, রাশিয়ার আক্রমণে সব হচ্ছে ছারখার!
তবুও প্রতিজ্ঞা, দায়িত্ব কম নয় কিভ শহর রক্ষার।
আর ভ্লাদিমির? তিনি তো রীতিমত যুদ্ধে নামলেন,
আরও খেলোয়াড় আর বক্সাররাও কথাটা ভাবলেন।
ভাসিলি লোমাচেঙ্কো নামে বক্সারও যুদ্ধে এলেন,
আলেকজান্ডার উসিক,বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন যিনি, 
দেশের ডাকে মারণ অস্ত্র হাতে তুলেই নিলেন তিনি । 
এবারে, নগর রক্ষার দায়িত্বে থাকা দুই সৈন্যের কথা,
লেসিয়া ইভাশেঙ্কো আর ভ্যালিরি ফিলিমোনোভ ।
লেসিয়া তো আজকের যুগের নারী, দেশ রক্ষার তরে, 
খেলোয়াড়দের মতোই বেছে নিয়
Read More! Earn More! Learn More!