কুমিরের মতো's image
165K

কুমিরের মতো

গোধূলি বেলায় যখন সূর্য কাজের শেষে অস্ত যায়,
দেখেছো তো কি করে সে আকাশের মেঘকে রাঙায় ! পেটের জোগাড়ের কাজ হয়ে গেলে দিনের বেলায়,
কুমির ভায়া ডাঙায় এসে, আরাম করে রোদ পোহায়!
মানুষের জীবনের বিকেল যদি সেভাবেই রঙীন হয়,
তাহলেই তো, বাঁচাটা একদম স্বার্থক বলে মনে হয়।
কাজ করলেই ক্লান্ত হতে হবে তার কোনো মানে নেই,
ক্লান্তি আসবেনা মনে আনন্দ  নিয়ে কাজ করলেই।
জবরদস্ত্ একখানা দারুণ ঘুম দুচোখে নেমে আসবে,
দুঃস্বপ্ন ঘুমের মাঝে উঁকি দিতে, নিশ্চয়ই ভুলে যাবে।
গহীন কালো রাত তো, একটা সময় ফুরিয়ে যায় ,
রোজ রোজ এই পৃথিবীতে নবীন সূর্যের উদয় হয় ।
সারাদিন আলো দেয়, ভালোবাসে, হাসায়-কাঁদায়!
সবাই তো তাই রাতে একটু শান্তিতে ঘুমাতে চায়।
ঘুমোনোর সময় বুক বাঁধে শুধুই সুদ
Read More! Earn More! Learn More!