কুমিরডাঙা's image
00

কুমিরডাঙা

উবু,দশ,বিশ,ত্রিশ,চল্লিশ,পঞ্চাশ,ষাট,সত্তোর,
মোর, মোর, মোর, মোর, মোওওওর।
বানিয়েছিলিস সবাই তো আমাকে চোর !
এবার তো ফেক খাটার পালা তোর।
জলে কুমীর ডাঙায় বাঘ,
ভাগ রে ভাই, দৌড়ে যা, এবার ভাগ।
আমিও তো দেখেছিস কেমন দৌড়েছি,
দৌড়ে দৌড়ে তোকে কেমন ছুঁয়ে দিয়েছি!
আমার ভাঙা কপালটা বেশ দিয়ে ফেলেছি,
কুমীর, ওরে তোর জল, ঘোলা করেছি !
ধর দেখি এবার তুই আমার পা,
দেখি তুই কেমন বড় কুমিরের ছা !
এই আমি লাফ দিয়ে পেলাম ডাঙা,
কোথায় পাবি তোর পুরোনো ঠিকানা ?
সারাক্ষণ কেবল দৌড়ে যাস,
বোকা তুই, ঘুরে ঘুরে ঘোলাজল খাস।
শান্ত হয়ে একটু বসার জো নেই,
কেউ না কেউ তোকে তো খেপাবেই!
একটু আশ্রয় চায় যে সকলেই,
সাধ ক
Read More! Earn More! Learn More!