আম গাছে যখন প্রথম মুকুল এলো,
ওরা দুটো তখন বেশ ছোটোই ছিলো।
ম্যাঙ্গো হপারের মতোই সারাদিন লাফালাফি, খেলাধুলো,আর তার সাথেই ঝগড়া ও খুনসুটি ।
ভাবতো, আম হলে করবে কাড়াকাড়ি,
কে নেবে আমের পাশের টুকরো ,
আর কে যে নেবে আমের আঁটি ।
ওমা! সেকি কান্ড !
হতে চলেছে যে সব লন্ড ভন্ড !
বসন্তে মুকুলের সুবাস পেয়ে,
ম্যাঙ্গো হপারেরা এলো যে ধেয়ে ।
আমের মধু যেন সব ওরাই খাবে,
এরপর যত্র তত্র মধু ছড়াবে ।
পরাগ মিলন কি করে ঘটবে !
মন মতো আমের ফলন কি আর হবে !
ভাবতে ভাবতে দিন এগোলো,
কিছু কীটনাশক ছড়ানো হলো ।
গাছে গাছে আমের গ
Read More! Earn More! Learn More!