হলস্ট্যাট's image
102K

হলস্ট্যাট

জার্মান ভাষাটা তাহলে এজন্যেই শিখেছিলে ! অবশ্য ভিক্টোরিয়ায় বাগান ও লেকের ধারে বেড়াতে বেড়াতে ভিয়েনার গল্পও করতে একসময়, মনে আছে আমার সেকথাও। তোমার মুখে গল্প শুনে শুনে আমি তখন হলস্ট্যাটের একটা অর্কিডে সাজানো বাড়ির ছবি আঁকতে শুরু করতাম মনে মনে। তবে এসব নিয়ে কখনো কোনো কথা হয়নি দুজনে।

কিন্তু স্বপ্ন যে স্বপ্নই হয়, সে কথাটা আমি জানতাম ভালো ভাবেই। তাই বাস্তবের মাটিতে পা দিয়েই চলেছি। তোমাকে যে মনে মনে ভালোবেসেছি, তা তোমাকে বুঝতে দিইনি ঘুণাক্ষরেও ।  দুজনেই তো  তখন আমরা স্টুডেন্ট, বলো ! আমার স্বপ্নের জন্যে আমি কিছুতেই তোমার স্বপ্ন নষ্ট হতে দিতে পারি না। 

লক্ষ্মী মেয়ের মতোই বাড়ির সকলের পছন্দ করা পাত্রের গলায় মালা দিয়েছি। কে বলে, বিয়ের পর ভালোবাসা হয় না ? খুব হয়। আমি তো লক্ষ্মী মেয়ে আসলেই। তাই তো নারায়ণের মতো বর পেয়েছি!

বুঝিনা, তবুও সব মেয়েরা কেন যে শিবের মতো বর চায় !  পাগল কে মেয়েরা বেশি ভালোবাসে নাকি পাগলামোকে, কে জানে !

আচ্ছা, আমি অন্য কাউকে বিয়ে করছি জেনে তুমি কি খুব অবাক হয়েছিলে ? দুঃখিত হয়েছিলে ? পেয়েছিলে কি খুব বড় কোনো আঘাত ? তাই কি বছর পাঁচেক পরে যখন প্রতিষ্ঠিত হলে, নিজের বিয়ের কথাটা আমাকে আর জানাওনি ইচ্ছে করে ?

কিন্তু জানালেও কোনো ক্ষতি হতোনা, বিশ্বাস করো !
অন্ততঃ মনে মনে
Read More! Earn More! Learn More!