ঘর চাই's image
আমরা ছুটে যাই কোথাও শুনলে হচ্ছে নাম গান,
আমরা তালি দিই, হরে কৃষ্ণ হরে রাম, করি গান।
পারলে দুই পাঁচ টাকা প্রণামীও দিই, নেই অভিমান,
বাবু-বিবিরা, অষ্টপ্রহর কীর্তনের নামে নাক সিঁটকান।
মন দিয়ে শুনি, নবদ্বীপের মোহান্তরা যা দেন প্রবচন,
বুঝি, বা না বুঝি, ভালো তো বাসি, ওনারা গুরুজন !
আছে শিক্ষিত দুই চার জন, পারে হয়তো ভুল ধরতে,
কিন্তু তারাও যে জানে, কারো মনে কষ্ট হয়না দিতে।
ওরা যেন পায় প্রতিষ্ঠা, না হয় কোনো বাধা পেতে।
সখ্য ভাব, মধুর ভাবের পথে যাইনা, আমরা তো দাস,
সেবক হই খোদ ভগবানের, একদম অনুগত ও খাস !
হরির লুটের বাতাসা রাখি শাড়ির আঁচলে বেঁধে,
ধুলোটের সময় গড়াগড়ি যাই, বসন ভিজাই কেঁদে।
নিজে পাখার বাতাস না পেলেও কোনো ক্ষতি নেই,
গোপালের খাওয়া ও ঘুমের সময় হাওয়া দেওয়া চাই।
নানা
Read More! Earn More! Learn More!