গন্ধর্ব খুঁজে পাই's image
223K

গন্ধর্ব খুঁজে পাই

এখন বাজে সকাল ছয়টা ষোলো,
"মধুচন্দ্রিমা" র আমার কথা মনে এলো !
এখন মেঘলা সকাল, সূর্যের দেখা নেই,
চাঁদ তো অনেক দূরের ব্যাপার, মনে মধু কই ?
বেড়াতে ভালোবাসাটাই শেষ কথা নয়,
সময়, টাকা, ইচ্ছে, সুস্থতা ও এনার্জি চাই।
তার ওপর দুজনে আবার সহমত হতে হয় !
কিন্তু আমি যে এক তর্কবাগীশ ওস্তাদ নারী !
প্রথমেই আমার "টিটোটেলার" খেতাব জুটে যায়।
একজন "চুপকথা" মানুষের কি করে সহ্য হয় ?
মাঝে মাঝেই ভাবি আমি বোবা হলে কেমন হতো !
বাড়িতে অথবা বেড়াতে গিয়ে সে কি আনন্দ পেতো !
কখনও বা আমি তাকে রেখেই, কাছেই একটু হারাই,
তাতে করে নাকি আমি ওনাকে টেনশন দিই !
কি করি, হঠাৎ করেই জলে, জঙ্গলে গন্ধর্ব খুঁজে পাই,
ওদের সুর শুনে, রঙ দেখে যে মোহিত হয়ে যাই।
সোনা ব্যাঙের বছরে একদিনের কাঁচা হলুদ
Read More! Earn More! Learn More!