গাছপাকা's image
মনে পড়ে ছোটোবেলায় গ্রামের জলখাবার,
দই-চিঁড়ে, ছোলা সেদ্ধ, তেল মুড়ি, কলা আর গুড়।
মাঝে মাঝে চিঁঁড়ে ভাজা ও সুজির হালুয়া,
কখনও পিঠে, পায়েস, তালের বড়া বা মালপোয়া।
বানাতে যে কষ্ট হয় একথা তো শুনিনি কখনও,
ছিল এতে আনন্দ, হাসিমুখ গুলো মনে পড়ে এখনও।
প্রথম যখন শহরের বাজার থেকে ম্যাগি বাড়ি এলো,
খাবারের চেহারা ও ডিজাইন দেখে চোখ জুড়ালো।
সেদ্ধ হবার পরে এমন ক্যাতকেতে কেঁচোর চেহারা,
দেখে সত্যিই ঘেন্নায় আমাদের চক্ষু হলো ছানাবড়া !
মুখে দিয়ে বুঝি যে, স্বাদ নয় একেবারে ততটা মন্দ !
কিন্তু এ খাবারটায় আছে কেমন যেন বিজাতীয় গন্ধ।
নতুন যে কোনো কিছুতেই বোধহয় থাকে বেশ আগ্ৰহ,
তাই হয়তো মেনে নিয়ে খেয়ে নিতাম, না করে কলহ। কিন্তু যত বেশী দিন যায়, বছর বছর ধরে ।
খাওয়াই সবাইকে এসব এখন ভালোবেসে, এ শহরে।
Read More! Earn More! Learn More!