দায়িত্ব কে নেবে's image
101K

দায়িত্ব কে নেবে

কাউকে ভালো রাখার দায়িত্বকে যদি ভারী মনে হয়,
তা হলে সে দায়িত্ব না নেওয়াই ভালো বোধ হয়,
আর কারো দায়িত্ব নিয়ে নিলে, তাঁকে বাঁচাতে হয়।
তাই আগে নিজের শিরদাঁড়া সোজা রাখা চাই।
অন্তরের উন্মাদনায় পরের কাজ করে দেবার আগে,
নিজের কাজ সুসম্পন্ন করতে হয় ঠিকঠাক ভাবে।
কারো ভালো করা যায়, নিজে ভালো থাকলে তবে।
মানুষ তো আর পিঁপড়ের মতো সমাজবদ্ধ জীব নয়, যে, নিজের চেয়ে কুড়ি গুণ বেশি,ওজন বইবে !
তাও আবার সামান্য কর্তব্য বোধের খাতিরে !
মনে পড়ছে উকিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কথা,
মক্কেলের ফাঁসী হবে ! বোঝেন তার পরিবারের ব্যাথা।
হরিদাস সিদ্ধান্তবাগীশের মতো সৎ মানুষকেও___
জেনে বুঝে মিথ্যেবাদী বলে রাগিয়ে দেননি অযথা  ! 
বার বার খুনের প্রত্যক্ষদর্শীকে "আপনি মিথ্যে কথা বলছেন, আপনি জাম গাছে
Read More! Earn More! Learn More!