বরকনে's image
প্রকৃতিতে ছোটো,বড়,মাঝারি নানানরকম আকারের,
এখানে আছে নাকি গবলিন অথবা যত ভ্যাম্পায়ার !
কি জানি এসব প্রাণী এই পৃথিবীর থাকে যে কোথায়,
সমুদ্রের ঐ নোনা জলে, নাকি এই খোলা হাওয়ায় ?
আমি তো দেখেছি শুধু সিনেমায় ও বইয়ের পাতায়।
সত্যি সত্যি এসব প্রানী না দেখাই ভালো জীবনে,
হয়তো প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ডেকে নেবে মরণে ।
গয়না গাঁটি পড়লেও আর শান্তিতে থাকা যাবেনা,
লোভী গবলিন হাতিয়ে নেবে, কোনো কথা শুনবেনা।
আর ভ্যাম্পায়ার রক্তের লোভী, একথা সকলে জানে,
রক্ত শুষে বাঁচিয়ে রাখবে, মারবেনা একেবারে প্রাণে।
রূপ পাল্টে মানুষ সেজে বিয়ে করলেও খুব মুশকিল !
কে জানে কখন যে ফাঁকতালে খেয়ে নেবে দিল্ ।
"দিল দে চুকে সনম" গানটা তো গায় শুনি অনেকে,
সত্যিকারের দিল্ কি আর দেয় নাকি কেউ কাউকে ?
কাঁচা খেকো ভ্যাম্পেয়ারকে একটুও
Read More! Earn More! Learn More!