নিঝুম গভীর রাতের আকাশে একা চাঁদটা জাগে,
জোছনার প্রতাপে তারা, কোথায় যে লুকাবে ভাবে।
রাতের আকাশের সাদা রঙের ঐ চাঁদটাকে দেখে,
মনে পড়ে গেলো খুব চেনা জানা সাদা বকটাকে।
একটা ধুপধুপে সাদা সাবধানী বক আছে,
কি জানি কোথায় যে ও বাসা করেছে !
রান্নাঘরের জানালা দিয়ে রোজ দূপুরে,
ঠিক বারোটায় দেখি ওকে আসতে উড়ে।
পাশের মাঠে কি জানি কি সব খায় ঘুরে ঘুরে।
আজকেও ঠিক সময়মতোই ও এখানে এসে গেছে,
হয়তো এই মাঠের স্বপ্ন দেখেই রাতটা কাটিয়েছে।
মাঠ, জল, জঙ্গল সব যাচ্ছে যে সরে ধীরে ধীরে,
তবু তো বর্ষায় দু একটি বক এখনও আকাশে ওড়ে!
খাবারের ঠিকানাটা কাউকে জানায় না বলে ,
বকেদের সমাজে ওকে আজ করেছে যে একঘরে।
জানলেই ক
Read More! Earn More! Learn More!