আলোতে মা's image
মনে নেই কবে প্রথম আমার চোখে আলো পড়েছে,
মায়ের কোলে থেকেও হয়তো তাকাতে কষ্ট হয়েছে!
সুমিত্রা যখন কৌশল্যা ও কৈকেয়ীর ভালোবাসা পায়,
মনে মনে ভাবি রাজাদের বেশী বৌ থাকা মন্দ নয়।
ভারি মজা, মুনি ঋষিদের তপস্যা ও মন্ত্রবলে,
বরের হাতের দেওয়া চরু-পায়েস খেলেই ছেলে হয় !
দুভাগের পায়েস অল্প করে খেলেও ডবল লাভ হয়,
সুমিত্রা তো এভাবেই লক্ষ্মণ ও শত্রুঘ্নকে পেয়ে যায়।
কিন্তু একটা কথা বুঝিনি, ভরত ও শত্রুঘ্ন মিলে মিশে,
একসাথে দুজনে কেন ভরতের মামার বাড়িতে রয় ?
আর মন্হরার মাথায় কেন যে এতো দুষ্টবুদ্ধি গজায় !
মনখারাপে মানুষ দশরথের মতোই কেঁদে মরে যায়!
সুতরাং চেষ্টা করতেই হবে, যেন আমার কারণে,
কেউ এতো বেশি দুঃখ, কষ্ট, কখনও না পায় ।
আকাশের রামধনু দেখে, চোখ খুব অবাক হয়েছে,
সূর্যের আলো ভেঙে রামধনু হয়, বাবা মা তা বলেছে।
মায়ের মুখে গল্পের ছলে সীতা-রামের কাহিনী শুনে,
হরধনুকে রামের ধনুক বা রামধনু ভেবেছি মনে মনে, <
Read More! Earn More! Learn More!